Beauty Tips - Skin Care- Home remedies
Beauty care and skin care is an important aspect,but with the kind of schedule we all have , it often gets ignored.
We often encounter issues with skin and health nowadays. Growing pollution add to it. Though we want to take care, often we don't have the time and the patience to visit parlour for a long stretch . There are easy home remedies with which we can very well take care of our selves. We are sharing here some very simple and quick home remedies. With spending very little time and also minimum botheration, we can apply these, it would definitely make a difference .
So let's start to make an even more beautiful you, rather even more beautiful and healthier us :) .
সাধারণ রূপচর্চা
রমণীদের রূপকথার চাবিকাঠি হল রূপচর্চা যাকে আমরা ত্বক পরিচর্যাও বলতে পারি। আমরা যতই প্রসাধনী ব্যাবহার করি না কেন ভেতর থেকে ত্বকের বিকাশ যদি ঠিকমত না হয় তাহলে আমাদের লাবণ্য কখনই ফুটে উঠে না। আজকাল প্রায়ই শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য এসব নিয়ে নানা সমস্যা দেখা দেয়। সময়ের অভাবে আমরা ভাল করে ত্বকের যত্ন নিতে পারি না। তাছাড়া পার্লারে গিয়ে অনেকক্ষণ বসার ধৈর্য বা সময় কোনটাই আমাদের থাকে না। আর এসব ভাবনা থেকেই আমাদের মনে হল যে ত্বককে পরিচর্যা করার কিছু ঘরোয়া পদ্ধতি আমরা আপনাদের সাথে ভাগ করে নেই। ব্যস্ততার ফাঁকেও যদি কিছুটা সময় নিয়ে আমরা নিয়মিত এই রূপচর্চা করতে পারি তাহলে আশা করি ভাল ফল পাব।
Beauty
tips-skin-care
1. Tomato - Remedy for Sun Burn
Tomato is a very effective remedy to
lighten sun tan. When you return home after being out in the sun, scrub your
face with a slice of tomato. Keep for 10 minutes and wash. The tan will fade
and your skin will glow.
১) রোদ থেকে ফিরে আসার পর আমাদের চেহারায় কেমন যেন একটা কালচে ভাব এসে যায়। এক্ষেত্রে পাকা টমেটো এর এক টুকরো নিয়ে মুখে ঘষে ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে দেই তাহলে এই সমস্যাটা আর থাকবে না।
2. Coconut Oil – Remedy for preventing Sun Tan
We all use various type of lotions. However
coconut oil particularly effective in preventing sun tan. Apply coconut oil on
your body before stepping out to go for work. You have a good combat against sun
burn. No worries. :)
২) লোশান্ আমরা সবাই ব্যাবহার করি। কিন্তু রোদের হাত শরীরকে বাঁচাতে নারকেল তেল বিশেষ কার্যকারী। সামান্য তেল নিয়ে শরীরে ঘষে কাজে বেরিয়ে পড়ুন। রোদের পোড়ার হাত থেকে রেহাই পাবেন।
3. Coconut Oil – For getting Skin with Fairer tone and glow
Regular use of Coconut oil makes the skin
fairer and adds glow to it.
৩) নারকেল তেল নিয়ে আরেকটা কথা বলছি নিয়মিত নারকেল তেল ব্যাবহারে শরীরের রঙ উজ্জ্বল হয়।
4. Milk and Maida (all-purpose flour)- Natural
and
Effective
Face
Scrub
Mix Half Cup milk with 3 tsp Maida (all-purpose
flour) and make a paste. Apply it regularly on your face. You can apply every
day one. It’s a very effective shrub. It lightens skin tone and makes your skin
glow.
৪) দুধের সর এবং ময়দাকে একসাথে মেখে যদি আমরা মুখে লাগাতে পারি তাহলে মুখের উজ্জ্বলতা বাড়বে। শুকিয়ে গেলে হাত দিয়ে ঘষে তুলে নিলেন।
5.
Thin Eyebrows
– Mustard
Oil or Borolene are effective in growth of eyebrows
For very thin eye
brows, apply Mustard Oil or Borolene regularly. Its effective in thickening of
eyebrows. Try to get threading done once in 15 days for a more defined look of eyebrows.
0 comments:
Post a Comment